বৃষ্টি ও অভিমান
- কুয়াশা ১৭-০৫-২০২৪

বৃষ্টি তোমার জলের ছোঁয়ায়
ভিজিয়ে দিলে মন,
হৃদয় জুড়ে উঠছে ভেসে
অতীতদিনের ক্ষণ ।

ফোঁটায় ফোঁটায় ঝরিয়ে দিলে
চোখের কোণের জল,
দুঃখ জমা মনের আকাশ,
করলে সুনির্মল ।

হারিয়ে যাওয়া কথার স্রোতে
ভাঙ্গলো মনের বাঁধ,
চোখের কোণের অশ্রু ফোঁটা
করছে প্রতিবাদ ।

বৃষ্টি তুমি অভিমানী,
আমার মনের মত,
চোখের জলে তাইতো ভাসাও
অতীত স্মৃতি যত।

কি হারালাম কিবা পেলাম
ভাবতে বসি আজ,
চোখের জলে ঝাপসা হিসাব
পণ্ড হল কাজ।

বৃষ্টি তুমি কান্না হয়ে
নয়ন মাঝে এলে,
ভুলে যাওয়া অতীত স্মৃতি
ফিরিয়ে দিয়ে গেলে।

দুঃখ পেলাম কষ্ট পেলাম
হলাম অভিমানী,
বৃষ্টি তুমি অবুঝ মনের
স্মৃতির হাতছানি ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।